কম্পিউটার এর ইতিহাস

computer শব্দ টি গ্রিক  শব্দ থেকে এসেছে । কম্পিউট( Compute)  শব্দ থেকে Computer কথাটির উৎপত্তি । কম্পিউটার (computer) শব্দের  অর্থ গণনাকারী । অর্থাৎ কম্পিউটার শব্দের   আভিধানিক
অর্থ গণনাকারী যন্ত্র ।শুরুতে কম্পিউটার এর পরিচয়ই ছিল গণনা যন্ত্রের ।কিন্তু  এখন আর কম্পিউটার কে  গণনা যন্ত্র  বলা যায় না ।কম্পিউটার  এমন একটি  যন্ত্র যা  তথ্য  গ্রহণ করে এবং বিভিন্ন   প্রকিয়ার মাধ্যমে   বিস্লেশ্ন এবং  উপাস্থপন    করে ।
----------------------------------------------------------আজ তাহলে এখানেই --

Comments

Popular posts from this blog

আজকের বিষয়----- অ্যাবাকাস (Abacus)

আজকের বিষয় ঃ-নেপিয়ারের অস্থি (Napier's bones), স্লাইড রুল (slide rule), প্যাস্কালেন (Pascalene) কি?

আজকের আলোচনার বিষয় পাঞ্চ কার্ড এবং কম্পিউটার এর জনক ।