আজকের বিষয় ঃ-নেপিয়ারের অস্থি (Napier's bones), স্লাইড রুল (slide rule), প্যাস্কালেন (Pascalene) কি?

নেপিয়ারের অস্থি (Napier's bones)


স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (Napier's bones) ১৬১৪ সালে লগারিদম এর উদ্ভাবন করেন । এই আবিষ্কার গুন ,ভাগ, বর্গ , বর্গমূল ,ঘনমূল, নিরুপনের কাজ অনেক সহজ করে দেয় । লগারিদম ভিত্তিক হিসাবকাযের জন্য নেপিয়ার যে সংখ্যা চিহ্নিত দণ্ডগুলো ব্যবহার করেছিলেন সেই গুলো নেপিয়ার এর অস্থি  বা  দণ্ড (Napier's bones) নামে পরিচিত।।
Napier's bones

 স্লাইড রুল (slide rule)
নেপিয়ার এর লগারিদমের সারণি ব্যবহার করে উইলিয়াম অটরেড (William Oughtred) ১৬৩০ সালে প্রথম বৃত্তাকার স্লাইড রুল(slide rule) আবিস্কার করেন ।
Slide Rule

প্যাস্কালেন (Pascalene) 
১৬৪২ সালে ফরাসি ব্লেইজ প্যাস্কেল (Pascalene) একটি গণনা যন্ত্র তৈরি করেন |
Pascalene
তিনি এ যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন ।
 
 

Comments

Popular posts from this blog

আজকের বিষয়----- অ্যাবাকাস (Abacus)

আজকের আলোচনার বিষয় পাঞ্চ কার্ড এবং কম্পিউটার এর জনক ।