আজকের বিষয়----- অ্যাবাকাস (Abacus)



Abacus গ্রিক শব্দ 'abax' থেকে উদ্ভূত হয়, যার 
 অর্থ 'হিসাবী  বোর্ড' , গণক টেবিল,
গণনাকারী যন্ত্র গণনার জন্য 
 যন্ত্র বা যান্ত্রিক পদ্দতি  ব্যাবহারে ইতিহাস 
ধরা হয় অ্যাবাকাস(Abacus)যন্ত্র থেকে।
 
Abacus কখন কোন দেশ থেকে প্রথম চালু হয় 
তা সঠিক ভাবে বলা যায় না ।তবে খ্রিস্ট 
পূর্ব ৩০০০ অব্দে বাবিলনে এটি আবিষ্কৃত হয় বলে
 ধারনা করা হয়। Abacus এ প্রথম 
গণনা যন্ত্র । Abacus দিয়ে সাধারনত
 যোগ ,বিয়োগ, গুন  ভাগ, ভগ্নাংশ এবং 
 বর্গক্ষেত্র শিকড় নিরূপণ  করতে ব্যবহৃত 
 হয়। জাপানে অ্যাবাকাসকে  soroban বলা হয়
রাশিয়ায় বলাহয়  schoty । ৫০০  খ্রিস্টব্দের 
দিকে ভারত বর্ষে দশভিত্তিক হিসাব প্রণালীতে 
আঙ্কগুলর স্থানিক মান দেওয়া হয় .........।
আজ এখান থেকে পরবত্তি আলোচনা
.....( নেপিয়ার অস্থি , slide rule,Pascalene,)

Comments

Popular posts from this blog

আজকের বিষয় ঃ-নেপিয়ারের অস্থি (Napier's bones), স্লাইড রুল (slide rule), প্যাস্কালেন (Pascalene) কি?

আজকের আলোচনার বিষয় পাঞ্চ কার্ড এবং কম্পিউটার এর জনক ।