Posts

Showing posts from March, 2017

আজকের বিষয় ঃ-নেপিয়ারের অস্থি (Napier's bones), স্লাইড রুল (slide rule), প্যাস্কালেন (Pascalene) কি?

Image
নেপিয়ারের অস্থি (Napier's bones) স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ( Napier's bones) ১৬১৪ সালে লগারিদম এর উদ্ভাবন করেন । এই আবিষ্কার গুন ,ভাগ, বর্গ , বর্গমূল ,ঘনমূল, নিরুপনের কাজ অনেক সহজ করে দেয় । লগারিদম ভিত্তিক হিসাবকাযের জন্য নেপিয়ার যে সংখ্যা চিহ্নিত দণ্ডগুলো ব্যবহার করেছিলেন সেই গুলো নেপিয়ার এর অস্থি   বা   দণ্ড ( Napier's bones) নামে পরিচিত।। Napier's bones  স্লাইড রুল (slide rule) নেপিয়ার এর লগারিদমের সারণি ব্যবহার করে উইলিয়াম অটরেড (William Oughtred) ১৬৩০ সালে প্রথম বৃত্তাকার স্লাইড রুল( slide rule ) আবিস্কার করেন । Slide Rule প্যাস্কালেন (Pascalene)  ১৬৪২ সালে ফরাসি ব্লেইজ প্যাস্কেল ( Pascalene ) একটি গণনা যন্ত্র তৈরি করেন | Pascalene তিনি এ যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন ।    

আজকের বিষয়----- অ্যাবাকাস (Abacus)

Image
Abacus গ্রিক শব্দ 'abax' থেকে উদ্ভূত হয় , যার     অর্থ ' হিসাবী   বোর্ড ' , গণক টেবিল , গণনাকারী যন্ত্র । গণনার জন্য    যন্ত্র বা যান্ত্রিক পদ্দতি   ব্যাবহারে ইতিহাস  ধরা হয় অ্যাবাকাস(Abacus)যন্ত্র থেকে।   Abacus কখন কোন দেশ থেকে প্রথম চালু হয়  তা সঠিক ভাবে বলা যায় না ।তবে খ্রিস্ট  পূর্ব ৩০০০ অব্দে বাবিলনে এটি আবিষ্কৃত হয় বলে  ধারনা করা হয়। Abacus এ প্রথম  গণনা যন্ত্র । Abacus দিয়ে সাধারনত   যোগ , বিয়োগ , গুন ও ভাগ , ভগ্নাংশ এবং     বর্গক্ষেত্র শিকড় নিরূপণ   করতে ব্যবহৃত    হয়। জাপানে অ্যাবাকাসকে   soroban বলা হয় ,  রাশিয়ায় বলাহয়   schoty । ৫০০   খ্রিস্টব্দের  দিকে ভারত বর্ষে দশভিত্তিক হিসাব প্রণালীতে  আঙ্কগুলর স্থানিক মান দেওয়া হয় .........। আজ এখান থেকে পরবত্তি আলোচনা .....( নেপিয়ার অস্থি , slide rule,Pascalene,) ।