আজকের বিষয় ঃ-নেপিয়ারের অস্থি (Napier's bones), স্লাইড রুল (slide rule), প্যাস্কালেন (Pascalene) কি?

নেপিয়ারের অস্থি (Napier's bones) স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ( Napier's bones) ১৬১৪ সালে লগারিদম এর উদ্ভাবন করেন । এই আবিষ্কার গুন ,ভাগ, বর্গ , বর্গমূল ,ঘনমূল, নিরুপনের কাজ অনেক সহজ করে দেয় । লগারিদম ভিত্তিক হিসাবকাযের জন্য নেপিয়ার যে সংখ্যা চিহ্নিত দণ্ডগুলো ব্যবহার করেছিলেন সেই গুলো নেপিয়ার এর অস্থি বা দণ্ড ( Napier's bones) নামে পরিচিত।। Napier's bones স্লাইড রুল (slide rule) নেপিয়ার এর লগারিদমের সারণি ব্যবহার করে উইলিয়াম অটরেড (William Oughtred) ১৬৩০ সালে প্রথম বৃত্তাকার স্লাইড রুল( slide rule ) আবিস্কার করেন । Slide Rule প্যাস্কালেন (Pascalene) ১৬৪২ সালে ফরাসি ব্লেইজ প্যাস্কেল ( Pascalene ) একটি গণনা যন্ত্র তৈরি করেন | Pascalene তিনি এ যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন ।