Posts

Showing posts from March, 2020

আজকের আলোচনার বিষয় পাঞ্চ কার্ড এবং কম্পিউটার এর জনক ।

Image
পাঞ্চ কার্ড(Punched Card)                                                                                  ১৮০১ সালে বস্ত্র শিল্পে নকশা নিয়ন্ত্রনের জন্য পাঞ্চ কার্ডের  ব্যবহার শুরু হয়। পাঞ্চ কার্ড ফ্রাঞ্চের জোসেফ মেরি জেকার্ড  পাঞ্চ কার্ড ব্যবহার শুরু করেন। কম্পিউটার এর জনক( Father of Computer :Sir Charles Babbage) ক্যাম্ব্রিজ বিশ্ব বিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ ১৮২২ সালে 'ডিফারেন্স ইঞ্জিন' আবিস্কার করেন।১৮৩৩ সালে তিনি 'এনালাইটিকাল ইঞ্জিন  নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির  পরিকল্পনা গ্রহন করেন এবং নক্সা করেন।তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা চালিয়ে যান । ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।